ধনীরা যায় হাটে ঈদের জন্য কিনতে পশু
গরিবরা তা দেখে বলে আমরাও যাবো তরশু
ধনীদের এই অসৎ টাকার জন্য হয়ে থাকে উঁচু
গরিবদের সৎ টাকা থাকা সত্ত্বেও তারা থাকে নীচু
এই কুরবানির পশু কিনতে গিয়ে মাপি আমরা ওজন
মাংস কাটার পর মাংস দেয় না আত্মীয়স্বজন
দুর্নীতির এই টাকার জন্য হয়ে থাকে খেলা
এই দুর্নীতির জন্য কারর চালাতে হয় ভেলা
অসৎ টাকা বাজে হলেও ভালো লাগে কারো
টাকার নেশায় পড়ে গেলে আমরা চাই যে আরো
ধনীদের যে আমরা সবাই করে থাকি সম্মান
গরিব দেখলে আমরা করি তাদেরকে অসম্মান
ঈদের নামাজ আদায় করতে গিয়ে থাকি ঈদগায়
অনেকে চাই না গরিবদের গাঁ ঘেঁসে যে দাঁড়াই
গরিবরা যে মাংস চাইলে তাদেরকে দেই তাড়িয়ে
ধনীদের দান করে থাকি আমরা দুই হাত বাড়িয়ে
গরিব মানুষ এদের কথা যে আমাদের কাছে কালো
তাদের থেকে কাজ করিয়ে নিলে আমরা থাকি ভালো
ধনী ব্যক্তি লোভে পড়ে করে থাকে অনেক কিছু
বিপদ তাদের অনুসরণ করে থাকে পিছু
মিলে মিসে থাকবো সবাই করবো না যে হিংসা
বিপদ যদি আসে তখন করে নেব মীমাংসা