আমার বুকের পাঁজর জুড়ে শূন্যের আস্ফালন
হৃদয় জুড়ে স্বপ্ন পোড়ার ধোঁয়ার আস্তরণ!
একনজরে থাকো চেয়ে দুষ্টুমিতে চোখ ভরা
সে চাহনির জ্বালায় জ্বলে বুক জুড়ে হয় খরা।


আকুল প্রাণের ব্যাকুল ভাবের কথা হয় নীরবে
মনতরঙ্গের কাটলে সুর, দেহতে প্রাণ কী রবে!


ফুল পাখিরা সবাই জানে প্রকাশিতে মনের ভাব
বুঝেও বুঝে না সে সবুজ মনের এই মর্মতাপ!
মাটির ফাটল নদীর জোয়ার পলি বয়ে আনে,
বোঝ না তুমি আপন হয়েও ছোট ধ্বংসের টানে।