স্বপ্ন, সে তো শুধুই কল্পনার;
আর বাস্তব সে আর এক যন্ত্রণার;
স্বপ্নের আলিঙ্গনে সর্বদা হারানোর ভয় আসে,
স্মৃতিতে স্মৃতিতে শুধু তোমারি প্রতিচ্ছবি ভাসে;


স্বপ্নেরা ডানা মেলে উড়ে যাই
হৃদয়ের স্মৃতিপটে;
যন্ত্রণার বাস্তবতা মেনে নিতে চাই
হারানো সবকিছুকে;


স্বপ্নের ভিড়ে,
সময়ের নীড়ে,
কখনো যেন নিজেকে ফিরে পাওয়া;
ক্লান্ত শরীর, স্বপ্নমৃত্যুতে,
আবারো তোমায় ভেবে কষ্ট পাওয়া;


মনের ইচ্ছেগুলোর ইন্দ্রজালে,
শুধুই যেন অকপটে অশ্রু ঝরে;
ভাবনাগুলো তোমার ভাবতে ভাবতে,
।।“স্বপ্নেদের মৃত্যু ঘটে”।।