নদীর জল করে টলমল
সে জল কোথা যায়রে
সমুদ্র প্রান্তরে এসে মিশে
কুল কিনারা তার নাইরে


গভীর তলে নদীর জলে
ভাসে মাছেরা দলে দলে
কখনো তারা লাফিয়ে চলে
ঐ আকাশটাকে দেখবে বলে


বর্ষার বৃষ্টিতে প্লাবন সৃষ্টিতে
ভরিয়ে জল সেই নদীতে
প্রকৃতির টানে হৃদয় আবেশে
বিস্ময় জাগে যেনো তার দৃষ্টিতে


আবার কখনো মেঘেদের ডাকে
পক্ষীরা ছুটে নদীর বাঁকে
সেই সুবাসে স্রোতের জলে
দীন মাঝি তার চুরুট হাঁকে


নদীর জলে গগন তলে
এমন স্নিগ্ধ, কোথায় গেলে
পাবেনা তো তুমি, হারিয়ে গেলে
হাজার বছর খুঁজেও গেলে


নদীর ধারে আঁকে বাঁকে
কাঁশফুলেরা ঝাঁকে ঝাঁকে
এমন সৌন্দর্য শোভা, কতো মধুর লাগে
যখন দাঁড়িয়ে দেখি ঐ স্নিগ্ধ নদীটাকে।।