কিছু সত্য মেনে নিতে হয় হাসি কান্নার বিপরীতে
কিছু মিথ্যে আনন্দের খোরাক হয় পৃথক পৃথিবীতে।


কিছু ইচ্ছা ত্যাগ দিতে হয় তীব্রতার লঙ্ঘিতে
কিছু হেরে যাওয়ার ব্যার্থতাও জয়ের সুবাস এনে দেয় সমাপ্তিতে।


কিছু লজ্জা বিবেককে নাড়া দেয় ভুলের খাতে
কিছু সাহস বেড়ে বসে দৃষ্টির স্পষ্ট চাহনিতে।


কিছু টান থেমে যায় স্থিতি-স্থাপকতারও চূড়ান্তে
কিছু অভ্যাস পীড়া দেয় সর্বদা যেন সরল রৈখিক গতিতে।


কিছু নই আমি তবুও আমি কিছু এর উপলব্ধিতে
যদি কিছু পেয়ে থাকি তবে কেবল আশীর্বাদ আর সমর্পণেতে।