অঝোরে বর্ষা
নেমেছে আচমকা
জলের গন্ধে
ভেসে আসে দম্কা।


মেঘলা আকাশ
সুবাসিত বাতাস
বৃষ্টির গন্ধ;
ঘরে কালো অন্ধ।


জানালা ভেজা
বন্ধ দরজা
টপটপ শব্দ
দৃষ্টি অপলক নিস্তব্ধ।


নীল আকাশে আজ
ঘন কালো বাজ
চমকে গেলে
ভয় জাগে।


যখন দাঁড়িয়ে আমি
চশমা চোখে......
বৃষ্টিতে ভিজি,
নিশ্চুপ নিরবতা
দূর হয় তখনই।


উঠোনের গাছগুলোতে
ভেজা ফুলগুলোতে
বৃষ্টির গন্ধ খুঁজে নিয়ে
দৃষ্টিপানে চোখটা একটু বুজে নিয়ে
আবারো পুরনো বাড়িটার স্মৃতি যেনো মনে পড়ে।