ঝকঝকে আকাশ
গরম বাতাস
রোদ কটকটে
মাঠ খটখটে
শ্রাবণ মাস
ক্যালেন্ডারে আশ্বাস!


কাঁধে নিয়ে বাঁক  
করে ডাক হাঁক  
বাবার মাথায় জল
ঢালছে কল কল
নিজের বাবা ঘরে  
অনাহারে ধুঁকে মরে!


এই প্রচন্ড গরমে
ঘরে আছি আরামে
ঘর মেশিনে ঠান্ডা  
এ আমার ফান্ডা
বৃক্ষ করেছি ধ্বংস  
মোরা আধুনিক কংস!