এ দুনিয়ার সবচেয়ে দুর্লভ বস্তুটিকে
করায়ত্ব করার জন্য যুগ যুগ ধরে
মানুষের নিরন্তর সাধনা,নিরলস প্রয়াস
আজও অব্যাহত।
তাকে পাবার আকাঙ্খা আজ গগনচুম্বী।
লোভ নামক হিংস্র জানোয়ারটা প্রতিনিয়তই
থাবা বসিয়ে চলেছে প্রতিটি মানুষের অন্তরে।
জাগ্রত করে তুলছে তার অভাববোধ।
পর্বতসমান এই অভাবকে মেটানোর জন্য
সৎ আজ অসৎ,দরিদ্র আজ আরও দরিদ্র।
প্রেম ভালোবাসা আজ বিলাসিতা মাত্র!
ভোগের বাসনা নির্বিবাদে রাজত্ব করে চলেছে।
সুখ-আরও সুখ,আজ অসুখ হয়ে কলুসিত
করে চলেছে পবিত্র হৃদয়টাকে।
চাহিদা মেটাতে মেটাতে নিঃস্ব হয়ে গেছে
মনের স্বতঃস্ফূর্ত আনন্দ।
মানুষ পরিনত হয়েছে এক যন্ত্রদানবে,
গোলকধাঁধায় পড়ে মরীচিকার পিছনে
ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পরা পথিকের
মতো দিক্ভ্রান্ত!
তবুও পারে না টাকার অমোঘ হাতছানি
উপেক্ষা করতে;পারবেও না হয়তো কোনদিন!
এ যে কঠিন ডাক-
উপেক্ষা করার ক্ষমতা মানুষের নেই!