মেঘলা আকাশ,বইছে শিরশিরে বাতাস
১৬নং 'ভালোবাসা' শূণ্য,করছে হা-হুতাশ!
চুপকথারা সারিবদ্ধ,৭ই নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটা,
স্তব্ধ কলম বন্ধ খাতা,অমৃতলোকের পথে নবনীতা!
ছেড়েছেন নশ্বর দেহ একাশির নবনীতা,
জয় করেছিলেন শারীরিক প্রতিবন্ধকতা।
আপন সৃষ্টির মাঝে পেয়েছেন অমরতা,
ভবিষ্যত প্রজন্ম পেল মহান সে বারতা।
১৯৫৯ সালে প্রকাশিত "প্রথম প্রত্যয়",
"ভালোবাসার বারান্দা","হে পূর্ণ তব চরণের কাছে" বিখ্যাত নিশ্চয়।
১৯৯৯ সালে "নটী নবনীতা"-তে "সাহিত্য একাডেমি সম্মান" ভূষিতা,
২০০০ সালে আপনি হলেন "পদ্মশ্রী"-তে সম্মানিতা।
"কমল কুমারী জাতীয় পুরস্কার" ছিল আপনার ঝুলিতে,
১৯৭৬ সালে প্রথম উপন্যাস "আমি অনুপম" পারি না যে ভুলিতে।
অন্তরা ও নন্দনার সাথে কাঁদছে সাহিত্যমহল,
বাংলার সাথে ভারত কাঁদছে, স্তব্ধ কোলাহল।


হে মহান,আমার প্রার্থনা
করি আপনার চরণ বন্দনা-
মৃত্যুর মুখে দাঁড়িয়ে চ্যালেজ্ঞ ছোঁড়ার নাম নবনীতা,
মরে নয়,লড়াই করে বাঁচার নাম নবনীতা!
ক্যান্সারকে তাচ্ছিল্য করে বাঁচার নাম নবনীতা,
'আই ডোন্ট কেয়ার কানাকড়ি' বলার নাম নবনীতা!