বর্তমান সভ্যতার সুসভ্য নাগরিকদল
আমাদের সরিয়ে রেখেছে অনেক দূরে,
নাম দিয়েছে-অনগ্রসর শ্রেণী।
আমাদের জানার অধিকার নেই,
নেই শেখার অধিকার;বুঝবার অধিকার
নেই,নেই বোঝাবার অধিকার।
আমরা অবহেলিত,আমরা দলিত,আমরা
শোষিত,আমরা অত্যাচারিত-
অথচ,আমাদের দেখার কেউ নেই।
আমাদের লেখাপড়া করতে নেই,
আমাদের শখ করতে নেই,আমাদের-
নায্য পাওনা-গণ্ডা বুঝে নিতে নেই!
আমাদের প্রতিবাদ করতে নেই,আমাদের
মাথা উঁচু করে বাঁচতে নেই,আমাদের
মান নেই,আমাদের সম্মানও নেই-
আমাদের শুধু অস্তিত্ব আছে!
কালের করাল গ্রাসে হয়তো কোনদিন
তাও বিলুপ্ত হয়ে যাবে।
চাই না আমরা এই অন্ধকার জীবন,
আমরা আলো চাই-আলো!
জানি-অন্ধকার জীবনের এই মানুষগুলোকে
কেউ তা দেবে না;তাদের মুখ ফোটার আগেই
অত্যাচারের তপ্ত শলাকা দিয়ে অন্ধ করে দেওয়া হবে!
তবুও-আমাদের জোট বাঁধতে হবে,আমাদের লড়াই
করতে হবে,আমাদের প্রতিবাদ করতে হবে,
আমাদের প্রতিরোধ করতে হবে।
আমাদের শপথ নিতে হবে-
আগামী প্রজন্মের অন্ধকার জগতের মানুষ
যেন আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে।