//১//


সখের কবি আমি
লিখে যায় কবিতা
জানি পড়বে না কেউ
লিখি কমাতে দায়বদ্ধতা!


//২//


একবুক তৃষ্ণা নিয়ে
তাপের মধ্যে জ্বলে মরি
নির্বিচারে বৃক্ষ ছেদনের
চল্ আজ প্রায়শ্চিত্ত করি।


//৩//


হুজুর কিংবা পণ্ডিত অসুস্থ হলে
প্রশ্ন করে না কার রক্ত দিলে!


//৪//


জীবন কতো গতিময়
বাসে বাসে ধাক্কা,
শবযানকেও ছাড়ে না পথ
দিচ্ছে দে'খ টেক্কা!