//১//


জীবনে গতি স্তব্ধ হয়েছে
ঠাঁই মিলেছে শবযানে,
নামাবলী গায়ে ফুলে-চন্দনে
চলেছেন সেজে মহাপ্রস্থানে।


//২//


আত্মীয় চলেছেন শবযানে
স্বজনের মন বিত্ত বিভাজনে!


//৩//


ফুটপাত দখল করেছে ফুচকা
চারিপাশে মৌমাছির ভীড়,
আলু-তেঁতুলে তুলেছে ঝড়
আত্মবিশ্বাসে ধরেনি চিড়!


//৪//


কেন ক'র অহংকার
বিত্ত অথবা জ্ঞানের,
ভবের খেলা সাঙ্গ হলে
শেষ হবে প্রিয় প্রাণের।


//৫//


অতীত দেখে নিও শিক্ষা
বলছে ভবিষ্যত
বর্তমানেই থাকো মেতে
'নানা মুনির নানা মত'!