গাছগুলো আজ বড় নিথর,নিশ্চুপ
বাতাসের সাথে করছে না খেলা,
কালো আকাশের বুক চিরে কোন্ অজানায়
ভেসে চলে অভিমানী মেঘেদের ভেলা।
বৃষ্টিরানী সওয়ারী হয়ে চলেছে
কোথা কোন্ নিরুদ্দেশের পথে,
মেঘ যুবরাজ বোঝে নি তো আজ
কেন অভিমানী তার মিতে।


তাই যুবরাজ ছুটে এসে আজ
হয়েছে কবির শরণাপন্ন,
রাখিনি তার কভু কোন অভাব
আমি তো যথেষ্ট অবস্থাপন্ন!
তবে কেন প্রিয়া ক'রে অভিমান
অজানার পথে ধায়,
ভালোবাসি যারে তার কি কভু
একাজ শোভা পায়!


কবি হেসে কন-শোন্ হে যুবরাজ
নাহিকো দোষ প্রিয়তমার,
ভালোবাসায় থাকে না কোন বিত্তকথা
দোষ তোমার দাম্ভিকতার।
বিনা কারণে ক'র গর্জন, সাথে
রক্তচক্ষুর দাও চমকানি,
প্রেমিককে হতে হয় অনেক কোমল
দিওনা আলোর ঝলকানি!


ভালোবাসার মন্ত্র দিলেন কবি
খুশি আজ যুবরাজ,
আবেগে কাঁপে বৃষ্টিরানী
মিলনে খুশির সাজ।