সূর্যের আলো করিয়া ম্লান
অন্ধকারে ভরিল দশদিকমান
চমকিয়া ভাবি, মেঘেদের ডাক
বরষা এলো নাকি?


দিগন্ত জুড়ে আলো আঁধারের খেলা
আকাশ জুড়ে কালো মেঘের মেলা
আকাশের বুকে মেঘেদের ধমকানি,
চলছিল সাথে বিদ্যুতের চমকানি
মাঠের গরুর বিহ্বল ডাকাডাকি,
বরষা এলো নাকি?


মহানন্দে চলে কৃষকের দল,
বন্ধ হয়েছে খেলা,থেমেছে বল
তাড়াতাড়ি নীড়ে ফিরছে পাখি
বরষা এলো নাকি?


শহরের বাবুরা দেখিয়া মেঘ
মনের মাঝে বাড়ায় উদ্বেগ
এখনি হবে রাস্তায় জল জমা,
ভোগান্তি থেকে নেই কোন ক্ষমা!
তবুও পাবে খানিক স্বস্তি,
বরষা এলো নাকি?


জৈষ্ঠ্যের তাপে দগ্ধ বনানী
ফেলিয়া স্বস্তির নিঃশ্বাস
আকাশের সাজ দেখিয়া পেয়েছে
বেঁচে থাকার আশ্বাস!
বন্ধুত্বের হাত বাড়িয়েছে মেঘরাজ
বরষা এলো নাকি?


বরষা আসছে,চলে প্রস্তুতি বরণ,
ডাক্তারবাবুদের পুলকিত মন।
তবুও মাতি বরষা বরণে,
হোক্ বরণ চারা রোপনে।
তবে তাই হোক্,ক্ষতি কি-
বরষা এলো নাকি?