বড্ডো বেমানান -
কংক্রিটের জঙ্গলে আজ
উধাও হয়েছে বৃক্ষরাজি,
উষ্ণতা থেকে বাঁচতে
বৃক্ষরোপণ করতে রাজি!


বড্ডো বেমানান-
সংবিধান স্বীকৃতি দিয়েছে
সকলের সমান অধিকার,
ডাস্টবিনে চলে অসম লড়াই
বাঁচার জন্য খাদ্য দরকার!


বড্ডো বেমানান-
ভীড় বাসে দাঁড়ানো মহিলা
ছোট শিশু নিয়ে কোলে,  
সীটে বসা যুবক তা দেখে
মিথ্যা ভান ঘুমে ঢোলে!


বড্ডো বেমানান -
পোশাকের'পর পোশাক পাল্টায়
বিত্তবানের শিশু,
উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়
ফুটপাতের যীশু!


বড্ডো বেমানান -
ছেলের বিয়েতে পণ নেব
মেয়ের বিয়েতে দেব না,
বৌমা চাই সুশিক্ষিতা
চাকরি করা চলবে না!


বড্ডো বেমানান -
গরীবের যে ছেলেটি আজ
দেশের তরে সঁপেছে প্রাণ,
কোন্ যাদুবলে বড়োলোক হয়
কেউ জানে না তার বিধান!


বড্ডো বেমানান -
মিথ্যা ভাষণ শুনতে আজও
কয়েকশো মাইল পাড়ি,
বলে না কেউ শুনবো না আর
তোমার সাথে আমার আড়ি!


বড্ডো বেমানান -
শিক্ষা আছে, ডিগ্রি আছে
নেইতো কোন চাকরি,
শিল্প তাড়িয়ে শিল্প চাইছি
বুঝেছি ওটা দরকারি!


বড্ডো বেমানান -
দেশ এগোচ্ছে -বিকাশ হচ্ছে
তবুও আজ কৃষক মরছে,
শয়তানেরা ছাতার তলায়
বুক ফুলিয়ে সমাজে ঘুরছে!