তোমারই জন্য ব্যাকুলিত এ মন
হাহাকার করে ফেরে,
শুধু একবার দেখা দাও,দেখা দাও-
আমার স্বপ্ন যে তোমায় ঘিরে।
তোমার কথা ভাবতে ভাবতে কখন
সকাল হয়েছে বিকাল,খেয়াল করিনি
নির্বাক চলচিত্র হৃদয়ের পর্দায় হাজির
হয়েছে নিয়ে তোমার স্মৃতি,বুঝতেই পারিনি।
স্বপ্নভঙ্গের বেদনায় হৃদয় আজ যে হতাশ
ভাগ্যের ছলনায় অদৃষ্টের এ কি নিষ্ঠুর পরিহাস!
ভালোবাসায় হৃদয় হয় যে খাঁটি সোনা
পবিত্র এ ভালোবাসায় ছিল না কোন ছলনা,
ওগো মোর প্রিয়তমা-
চলেই যদি যাবে তবে,হৃদয়ের রুক্ষ
মাটিতে কেন রচনা করিলে বাগান,
কেনই বা ফলে-ফুলে পরিপূর্ণ সে বাগানে
নাম না জানা পাখিরা শোনালো গান!
চলেই যদি যাবে তবে-
শুষ্কপ্রাণে কেন জাগালে আশা,
কেনই বা সে প্রাণে আনলে জোয়ার
ধরালে বেঁচে থাকার নেশা।
চলেই যদি যাবে তবে-
কেন শেখালে ভালোবাসার ভাষা,
কেনই বা তবে দিলে গভীর চুম্বন
কাটিয়ে মনের কুয়াশা!
চলেই যদি যাবে তবে-
বাউন্ডুলেকে কেন দেখালে ঘর বাঁধার স্বপ্ন,
আপন মনে ছিল সে-নিজেকে নিয়ে মগ্ন।
চলেই যদি যাবে তবে-
কেন বললে লিখতে প্রেমের কবিতা,
শুনে যাও ওগো প্রিয়তমা-
আমার কবিতার মাঝে সদা রবে জীবিতা।