ছোটবেলার মামাবাড়ি
দুষ্টুমি আর পড়ায় আড়ি
চলতো খেলা কাটত বেশ
আজও পাই তার রেশ!


জীবন যুদ্ধে বাঁচার সংগ্রাম
নিত্য দিন দেখি পরিণাম,
লাভ ক্ষতির হিসাবে গরমিল
জীবন ছবিতে শুধু ফাঁকা রিল!


হারিয়ে যাওয়া স্মৃতি মধুর  
আজ শুধুই বেদনাবিধুর
ফেলে আসা দিন ফেরার আশ
শুনি গ্রামোফোনের দীর্ঘশ্বাস!


ভোরের বাতাসে নেই ভালোবাসা
বেঁচে আছি এটাই ধোঁয়াশা,
নিয়নের আলোয় নীরব র'ব
একদিন আমরাও ইতিহাস হ'ব!