আমার শৈশবের ইচ্ছেগুলো
মনের গহীনে ছিল অবারিত,
যৌবনে তাদের পায়না খুঁজে
কয়েক যোজন দূরত্ব।


কর্মব্যস্ত অফিস জীবন
এগারো -ছয়ের ছকে বাঁধা,
ইচ্ছেগুলো শুকিয়ে মরেছে
জীবন এখন শুধুই ধাঁধা।


ইচ্ছেগুলো হতে পারত
প্রকান্ড সব মহীরুহ,
জীবন মধুর হতে পারত
এখন তা অতি দূরহ।


ইচ্ছেগুলো অনেক চেয়েছে
আমার কাছে আসতে,
না বুঝে তাদের সরিয়ে আজ
ভুলে গেছি আমি হাসতে।