জীবন যেন একটা গাছ।
আকাশের বুকে ছড়িয়ে দেয় তার ডালাপালা-
রোদ,বৃষ্টিতে বাড়তে থাকে।
ডালে ডালে ফুল ফোটে,সুরভিত হয় চারিদিক,
রঙের ঘোর লাগে চারিদিকে।


আবার,জীবন যেন কখনো পর্ণমোচী বৃক্ষ।
জীবনচক্রের ন্যায় ঋতু বদল চক্রেই আসে শীত-
ঝরে যায় পাতা।
পাতা-ফুলহীন বৃক্ষ যেন তখন কঙ্কাল,
হতাশার প্রতীক,শূণ্যতার প্রতীক।
অনেকেই ভুলে যায় এই কঙ্কালসার বৃক্ষকে,
ভুলে যায়-এই গাছও আবার বসন্তে সাজবে-
পাতায়,ফলে-ফুলে পরিপূর্ণ হবে;তার নবীন
কিশলয় আন্দোলিত হবে মলয় বাতাসে।
আবার হাসবে ফুল-রঙের রামধনু উঠবে আকাশে।


এই ঝরাপাতা আর ফুলে ভরার যে বৈপরীত্য
তাই রহস্যময় ক’রে তোলে জীবনকে।
সেই রহস্যময়তার জন্যই কত মান-অভিমান!
কতই না ভুল বোঝাবুঝি,কতই না ভাঙ্গাগড়ার খেলা-
কতই না স্বপ্ন দেখা!
স্বপ্নভঙ্গের বেদনায় কষ্ট পাওয়া,
ক্ষণিকের ভ্রান্তি অথবা উত্তেজনায় নীতির বেড়াভাঙ্গা!


সেই ভাঙ্গার দায় বয়ে যাওয়া সারাটা জীবন
অথবা,আকস্মিক যতি টানা সে জীবনে!