পলাশপুরের আদিবাসী পাড়া,
সকলের ডাকে সকলের সাড়া।
মিলিত হয়েছে ছেলে-বুড়ো সব,
মহা সোরগোল-মহা কলরব।
মন্ত্রী এসেছেন,এসেছেন নেতা,
নিয়ে এসেছেন জনসংযোগ বার্তা।
চলেছে বিনিময় কুশলাদি বেশ,
নেতাদের মুখে মেকি হাসির রেশ।
চলছিলো সব ঠিক সাজানো তালে,
তাল কাটলো খুড়ো সামনে এলে।
বয়সের ভারে নুয়ে পড়েছে দেহ,
পাড়ার সকলে করে যথেষ্ট সমীহ।
জোড় হাত করে হেসে খুড়ো ক’ন-
এয়েছিস যখন বলবো সব’খন।
আমাদের ভোটে জিতিছিস তোরা,
আশ্বাস আশ্বাসে ছিলাম মোরা।
কি করেছিস তোরা আমাদের জন্য,
আমরা কি এতই নগণ্য?
পেয়েছিস গদি,চড়ছিস গাড়ি,
আমাদের সাথে করলি আড়ি!
বলছিলি করে দিবি কত কিছু,
এখন দেখছি ছুটছিস টাকার পিছু।
অভাব আছে মোদের চিরকাল,
রাস্তা-ঘাট,জলের আকাল।
ইস্কুল তো অনেক দূরে,মেয়েরা যায় মাঠে,
গরুতে-মানুষে জল খায় এক ঘাটে!
এমনতর হাজার আছে মোদের অভাব,
শুধু শুনেই যাবি-নেই কোন জবাব।
ফিরে যা ঘরে,ভোট এলে ভোট পাবি-
আমাদের থেকেও অভাবী তোরা,কি করে মেটাবি?