একরাশ স্বপ্ন আর সেবার অঙ্গীকার,
নিয়েছিল পরিবহ, জুনিয়র ডাক্তার।
একদল নরপশু উন্মত্ত আক্রোশে,
ধেয়ে এল NRS-এ, ডাক্তার ঠেঙাতে।
দিনভর ধুন্ধুমার হাসপাতাল চত্বরে,
সেবাসদন গেল সমাজবিরোধীদের খপ্পরে।
সেবার সদন হ’ল নিমেষে রক্তাক্ত,
নিরপরাধী জুনিয়ররা আজ ক্ষতবিক্ষত।
কি অপরাধ করেছিল পরিবহ ডাক্তার?
ঘুমিয়ে বুদ্ধিজীবিরা,হয়নি সোচ্চার!
ভেঙেছে ফ্রন্টাল বোন-মাথার খুলির,
তবুও কেন চুপ-মুখে নেই বুলি?
কোথাও নেই কোন প্রতিবাদ,
বাতাসে ভাসে আহতের আর্তনাদ।
অসুস্থ সমাজ,চলছে অবক্ষয়,
মানুষ কেন পশু হয়!
বিচারের বাণী আজও কাঁদে নিভৃতে,
ক্ষমা ক’র পরিবহ-রাজ্য আছে ‘কোমাতে’!
কামনা করি পরিবহের সুস্থতা,
দীর্ঘজীবন দান কর-হে বিধাতা!


(গত ১০.০৬.২০১৯ তারিখে NRS হাসপাতালের জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়ের উপর বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে)