শখ করে নিমাইচরণ
কিনলেন নতুন স্মার্টফোন,
ফেসবুক, হোয়াটস অ্যাপে
শুনেছিলেন জগৎ কাঁপে।
খাতা যতনে খুললেন
বন্ধু নিমন্ত্রণ করলেন,
মৌমাছির মতো এল
সংসার উচ্ছন্নে গেল।
দিনরাত একটাই কাজ
ঘুচাইয়া সকল লাজ,
কখনও চ্যাটিং কখনও ছবি
কখনও বা সখের কবি।
এইভাবে কাটছিল বেশ
মনে ছিল আনন্দের রেশ,
একদিন হ'ল ছন্দপতন
অর্ধাঙ্গিনী চলিলেন পিতৃসদন।
নোটিশ করিলেন জারি
ডিভোর্স নাহি ছাড়ি,
খোরপোষ ছিল দাবি
মানলেন আদালত সব-ই।
একাকী ফিরিলেন নিমাইচরণ
খুলিলেন সাধের স্মার্টফোন,
চমকিত হলেন দেখি
ও মা! একি, একি-
এতদিন ছিলেন যারা
ফেসবুক বন্ধু তারা,
গেছেন সকলে ছাড়ি
দু'চোখে ভরেছে বারি।
স্মার্টফোন আর হৃদয়ের
টুকরো সহস্র গভীরের,
মিলেমিশে হ'ল একাকার
বিষাদ বাতাস ক'রে হাহাকার।