কেমন আছো কবি?
তুমি কি এখনও লেখ কবিতা?
এখনও কি সমান ধার তোমার লেখনীতে?
কি সব ছাইপাঁশ লেখ বলতো-
কেউ কি পড়ে তোমার কবিতা?
কি লাভ এসব লিখে?
পারবে তুমি সমাজকে বদলাতে?


তোমার নাকি বিদ্রোহী মন
সমাজের বুকে ঘটে যাওয়া
অসামাজিক কাজের বিরুদ্ধে ঝলসে ওঠে তোমার কলম;
প্রতিবাদের ভাষায় রচনা ক'র কবিতা।


তোমার প্রতিবাদ প্রতিনিয়ত দলিতমথিত হচ্ছে,
প্রতিনিয়ত সমাজের বুকে ধর্ষিতা হচ্ছে
আমাদের মা-বোন;
রক্তে রাঙা আমাদের মাটি
স্বজন হারানো স্বজনের বিলাপে
বাতাস আজ ভারাক্রান্ত।


তবুও তুমি লিখে চলেছ কবিতা!
তোমার কবিতায় - মা কাঁদছে,
বোন কাঁদছে,পুত্রহারা পিতা কাঁদছে -
তাদের কান্নার ধ্বনি, চোখের জল
উঁচুর দিকে ধায় না,নিচুর দিকেই ধাবমান,
উঁচুর দিকে যে তেনাদের বাস!


আমি ভালো নেই,
তুমি কেমন আছো কবি?