পূর্ণিমার পূর্ণ চন্দ্রালোকিত রাত্রে
পূর্ণচন্দ্র হঠাৎ লোভ সম্বরণ করতে না পেরে
দু-দু 'বার চুম্বন করে গেল তোমার উন্মুক্ত বক্ষ;
চন্দ্রের পবিত্র পরশে পুণ্য হল তোমার বক্ষ।
চঞ্চলা হরিণীর মতো দু'চোখে রাতের তারারা
তাদের উজ্জ্বলতা এনে দিল।
শ্রাবণের ঘন মেঘ তার রঙে রাঙিয়ে দিল
তোমার সহস্র কেশদল।
সূর্যোদয়ের মূহুর্তের রক্তিম বর্ণে রঙ্গিত হলো
তোমার তৃষ্ণার্ত দুটি ওষ্ঠ।
জলপ্রপাতের নিযুত কোটি বুদ্ বুদ্
তোমার শরীরে এনে দিল কোমলতার পরশ,
পাহাড়ী চূড়া ও সুগভীর গিরিখাত তোমার শরীরে এনে দিল অপরূপ মাধূর্য।
তুমি হয়ে উঠলে সুন্দরী তিলোত্তমা!