বোরখা কেড়েছে শিক্ষা,কলমে নিষিদ্ধ লান্দে
লান্দের দেশ,দু-কলি কবিতা প্রতিরোধে শান্ দে l
জেহাদ যখন নীল ফ্যান্টাসি,জীবন অস্তাচল
পশতুন নারী,আজকে জীবন প্রেমের গল্প বল,
জেনানা যে কোনো অপরাধ নয়,ওদের জানান দে
লান্দের দেশ,দু-কলি আগুনে কবিতায় শান্ দে l


অমর ঠাকুর,তাঁর আফগান কাবুলীওয়ালার প্রেম
কথা কবে তাঁরা,সাড়া পাবে না এ প্রেম বিহীন হারেম
মরু সাহারায় হিন্দুকুশের সন্তান সন্ততি
কোনো আগামীতে লিখে দেবে নাম অজেয় সংহতি l
বৃষ্টির মতো ঝরে পড়ে প্রান,ক্রান্তির বান্ দে
লান্দের দেশ আজকে বৃহৎ জীবনের গান দে l


আখর যে আনে মুক্ত চেতনা,চেতনায় বিপ্লব
ওরা খিল আটে প্রশ্নের দোরে,ত্রাসের মহোৎসব l
স্বদেশ যখন গোলাম এবং ধর্ম অন্ধকূপ
ঘরের পিদিম উধাও কিরণ, নিখিল ভুবন চুপ,
রবির মতোই একলা চলোর মন্ত্রে স্লোগান দে
লান্দের দেশ,আজকে না হয় মুক্তি বা প্রান দে l