অন্ধ উপত্যকা কি ঘুমে নিমগ্ন ?
      চরাচর জুড়ে ধুর্তের শ্যেনদৃষ্টি
      অগ্নিগর্ভ অরাজক সাম্রাজ্য
      এখনো কষ্টকল্পিত সুখসৃষ্টি ?
      স্তম্ভিত রাত,আলোকবাতির স্তম্ভ
      মাথার স্বাধীন নীলাকাশ অবরুদ্ধ,
      বিকল্প খুঁজে অলস কালবিলম্ব !
      অসহিষ্ণুতা,কড়া নাড়ে গৃহযুদ্ধ l
      বারুদে বাতাসে সুগভীর ষড়যন্ত্র
      ডঙ্কার চোটে উদ্যত পেশিশক্তি
      মুখে আধুনিক সুবৃহৎ গনতন্ত্র
      অথচ আঁধারে অবাধে রক্তারক্তি
      শপথ শেষের ভাঙ্গা হাট নিঃসঙ্গ,
      সর্বংসহা মাটির বুক বিদীর্ণ
      আরো একবার নীরব স্বপ্নভঙ্গ
      যুগসঞ্চিত প্রত্যাশা জড়াজীর্ণ ll


      অন্ধ উপত্যকা কি ঘুমে নিমগ্ন ?
      জাগো আলোকের বিস্মৃত অভিযাত্রী
      আরো প্রতীক্ষা ! আসেনি কি শুভলগ্ন ?
      চেয়ে দেখো কত হীনবল এ বিধাত্রী
      আঁধার রাজ্যে আরোপিত বহু শর্ত
      আলোকোদ্ধত প্রভুত্ব স্বতঃসিদ্ধ
      মেরুকরণের জটিল এক আবর্ত
      অন্ধকারকে করেছে প্রশ্নবিদ্ধ,
      কাটবেই মেঘ,হবে না চিরস্থায়ী
      নীরবতা বহু অভিযোগে অভিযুক্ত
      দেখেছি আঁধারে বিদ্রোহ কালজয়ী
      রক্তিম পথ ভীরু বশ্যতা মুক্ত ll