ত্রিকালদর্শী হে শাশ্বত সময়,
     আধুনিকতার মধুচন্দ্রিমা কেটে গেলে পরে
   বিজ্ঞাপনের অবগুন্ঠনে আবদ্ধ পৃথিবীকে বোলো,
    নিষ্প্রভ ভূপৃষ্ঠে বারে বারে ফিরে এসেছিলাম
          ইট কাঠ কংক্রিটে,পাথরের বুকে
        মানবিকতার মুখ খুঁজে ফিরেছিলাম l
       ক্যাপিটালিজম হাইরাইজ পদতলে
                     তামাশার রোদে পুড়েছিলাম,
                     করুনার জলে ভিজেছিলাম,
   হাজার বছর ধরে গৃহহীন হয়ে বেঁচে ছিলাম l
   শ্রমসিক্ত প্রত্যাশার বাইপাস গড়ে,
            উপেক্ষার পদধ্বনি শুধু শুনে গেলাম l


          অতএব যদি আজ হয়ে নিরুপায়
   ভেঙে ফেলি নিজস্ব সৃষ্টিকে হাতুড়ির ঘা'য়
       কিম্বা কাস্তের ধারে,অদম্য ঘৃণায়,
  কমিউনিজমের দাবিগুলি যদি বিসদৃশ লাগে,
   আগামী প্রজন্ম যদি সহস্র প্রশ্নের তোপ দাগে,
         ক্ষনিক একান্তে ভেবো সভ্য পৃথিবী,
         কেন শিরা-উপশিরা বিদ্যুতবাহী
         কেন শৃঙ্খলিত সত্তা অত্যুত্সাহী,
   জেনো,তোমার সর্বাঙ্গ ক্রোধে পোড়াবার আগে
              প্রতিক্ষার আঁচে জ্বলেছিলাম
    বিক্ষুব্ধ সমুদ্রে ঢেউ তোলবার আগে
               রক্তগঙ্গা দেখেছিলাম l
               তবু ফিরে ফিরে এসেছিলাম,
               নিঃশর্তে ভালবেসেছিলাম,
               তিলে তিলে গড়ে তুলেছিলাম ll