হয়তো বা আজ এটাই ছিল জরুরি,
            সম্পর্কের সুতো ছিড়ে গেল
                  ঠিকানা হারালো ঘুড়ি l
       দুচোখে স্বপ্ন আকাশের নীল
       অবাধ উড়ান,গতি সাবলীল
       পিছুটান যেটা ছিল স্থিতিশীল
                  খুলে গেল তরিঘরি,
                   ঠিকানা হারালো ঘুড়ি l
       একদা যে ছিল আপনার জন
       শত প্রত্যাশা ছিল অনুক্ষণ
       দিন ফুরোতেই আজ প্রাক্তন
                   এল তার মঞ্জুরী,
                   হাওয়ায় ভাসল ঘুড়ি l
       ভাবলেশহীন রইলো লাটাই
       ছিল অজুহাত,যুক্তি,দোহাই
       পুরাতন মোহ একঘেয়ে,তাই
                    ইতি হল পুরোপুরি,
                    পেল সে নতুন ঘুড়ি l
       এতবড় তবু একলা আকাশ
       শুনতে পেল সে দীর্ঘশ্বাস
       বিগতকালের কোনো দেবদাস
                    পেল উত্তরসূরি,
           অতীত যে পথে কাল হেটেছিল
                    সে পথ ধরল ঘুড়ি l
       বৃথা প্রার্থনা,বৃথা ফরিয়াদ
       বৃথা অনুভবে ব্যর্থ বিষাদ
       নতমস্তকে সব অপবাদ
                    মেনে নিল সরাসরি,
                    বিদায়ের আগে ঘুড়ি l
       তারপর মহাশূন্যে নিভৃতে
       মুক্ত বাতাসে টাল খেতে খেতে
       একাকী নীরবে ক্ষীণ হতে হতে
                    সুদূরে মিলালো ঘুড়ি,
                    আজ এটাই ছিল জরুরি ll