এমন একটা দিন একদিন আসবেই জানি
যেদিন সাগর জল তীর সন্ধানী
ক্রমশ অধীর; শেষে অবিরাম পিছোতে পিছোতে
দুকুল ভাসাবে হেমবিগলিত বন্যার স্রোতে l
বহু পুরাতন এক ক্লান্ত ধরণী
দেখবে,সেদিনকার নিভু নিভু কোনো অস্তরাগে
রামধনু রঙে রাঙা প্রজাপতি আপন সোহাগে
মায়াবী পরাগে ফুলে ফুলে দেবে শান্তির বানী
একতাবদ্ধ প্রানচঞ্চল সবুজ বনানী
একদিন আসবেই জানি,
বন্ধু, অন্ধকারে আশাবাদ ব্যক্ত করে যাই
আজ শুধু কৃত্রিম চড়াই-উৎড়াই ll