যক্ষ ঘড়ির কাঁটা টিক টিক
নিশিরাত যেন স্থিরচিত্র,
ঝুলন্ত একফালি কাস্তে
জিজ্ঞাসুঃ কে আছো দরিদ্র ?
ভেঙে গেলো নীরবতা শৈত্য
দ্রুত সাড়া দিলো হৃদস্পন্দন,
একে একে ব্যাঙ থেকে বিগ-ব্যাং
সকলেরই সাদর আমন্ত্রন l
জিজ্ঞাসু আকাশের কাস্তে
জেগে আছো? কে আছো দরিদ্র?
সপ্রতিভ ইট কাঠ কংক্রিট
সাড়া দিলো গোটা মানচিত্র l


নীলনক্সার কিছু সত্যি
নতশির l নয় অভ্যস্ত,
করলো না ওজর আপত্তি
রয়ে গেলো ব্যস্তসমস্ত l
চেয়ে রয় আকাশের কাস্তে
ভাষাহীন ভাষা কয়ঃ মিত্র
আমরা রাজার রাজা l আসলে
প্রান্তিক নকল দরিদ্র l
কাজ নেই বেহস্ত,দোজখে
রাজা,তাই একান্ত কাম্য,
শ্রম,ঘাম,রক্ত,দাঁতে,নখে
বজায় থাকুক ভারসাম্য l