তোমার প্রাণের বদ্ধ কফিনে গনতন্ত্রের লাশ,
হয় বিকৃত ইতিহাস l
দেয়াল লিখনে বঞ্চিত আজও প্রচারের হাতিয়ার,
তবু ঘুচল না হাহাকার !
অযোগ্য হাতে শাসন তোমার ছেঁড়ে অন্তর্বাস,
তোমার রাষ্ট্রে প্রশাসন আজও অলিখিত দলদাস !
রক্তচক্ষে পথ রোধ করে ক্ষিপ্ত উন্নয়ন,
মুখে অবাধ নির্বাচন !
নিরপেক্ষতা প্রতি পদে কেন হারায় পায়ের জমি !
মা গো ! তোমার এ মাটি আজন্মকাল প্রজার বধ্যভূমি l
তেরঙ্গা নয়,লাল-সবুজ আর গেরুয়া তোমার গা,
বহু হাত ঘুরে পরিশেষে আজ তুমিও ভাগের মা !