খবরটা খবরে পরিনত হওয়ার আগে কেউ খবর রাখেনি l


বিচ্ছিন্ন ব-দ্বীপের মতো,
কর্মচ্যুতির এক বুক হাহাকার নিয়ে
অভাবের অতল সাগরে তলিয়ে যাবার পর...
স্বাভাবিকতার মূলস্রোত থেকে,
অবক্ষয়ের গিরিখাতে সমূলে নিশ্চিন্হ হবার পর...
স্বচ্ছলতার সোনাঝরা দিনগুলো
ফসিলের মতো
অতীতের সাদাকালো ফ্রেমে আবদ্ধ হবার পর...
প্রাগৈতিহাসিক বন্ধ চা বাগানের বিপর্যস্ত ধ্বংসাবশেষ থেকে
তখনও বেঁচে থাকা কোনো এক শ্রমিক ডাইনোসর
নিজের শেষ জীবনীশক্তিটুকু দিয়ে,
পৌছে গেল সভ্যতার প্রাণকেন্দ্রে সাহায্যের আশায় l
তাঁর আর্ত চিৎকার
সংবিধানের নীতি নির্ধারণের মন্দিরগুলির দ্বাররক্ষী কতৃক প্রতিহত হলো,
পাষাণ সভ্যতার প্রাচীরে প্রাচীরে,হাওয়ায় হাওয়ায় নিরুত্তর বিষণ্ণতায় প্রতিধ্বনিত হয়ে ভেসে বেড়ালো,
মন্দিরের ভেতরকার বিগ্রহ টললো না,
বরফ গললো না l


শত চেষ্টার পর,
আশাহত সূর্য পরন্ত গোধূলির আর্তনাদ নিয়ে
যখন নিভে গেল পশ্চিম বেদনার আরব সাগরে,
শীতলতম রাজধানীর অবজ্ঞার রাজপথের একশো চুয়াল্লিশ ধারার নিস্তব্ধতা খানখান করে সন্ধ্যার অন্ধকার ছুড়ে দিল নিষ্ফল প্রতিবাদ,
অবলুপ্তির শেষ লগ্নে চরম আক্রোশে-" মাওবাদ জিন্দাবাদ " l


এই প্রথম
আত্মমগ্ন রাজধানীর মন্দিরগুলি যেন নড়েচড়ে উঠলো
মুহূর্তে খবর হলো সে,
রাতারাতি সুনিশ্চিত হলো খাদ্য নিরাপত্তা,
দুবেলা জেলের খাবার !
না খেলে গলায় নল গুজে খাওয়াবে l
মৃত্যু নয়,
এখন তাঁর জীবনটা বেশি দামি রাষ্ট্রের কাছে ll