কথা হয়েছিল বাঁচব সীমায় আমি,
তোমার সীমাও থাকবে নির্ধারিত l
জনপদ হবে আমার চারণভূমি,
অভয়ারণ্যে তুমি হবে বিকশিত ll


কথা ছিল,তবু সে কথা রাখিনি আমি,
একাধিপত্যে হয়েছি পল্লবিত l
ভেঙেছি সীমানা,জানে অন্তর্যামী...
তুমি ক্রমে ক্রমে হয়েছো সংকুচিত ll


যত এগিয়েছি,নিঃস্ব হয়েছো তুমি,
বেড়েছে তোমার অভুক্ত সংগ্রাম,
পেরিয়ে সীমানা শহীদ হয়েছি আমি,
তুমি কুড়িয়েছো সন্ত্রাসী বদনাম ll


এবারো যখন আসলে আমার দ্বারে,
রাখলে আর্ত সুতীব্র চিৎকার...
আরও একবার নির্মম লালগড়ে,
তোমায় দিলাম বৈশাখী উপহার ll