অগত্যা তাকিয়ে থাকি,পুড়ে চলে অভিশপ্ত চিতা
নীরব ধূপের মতো অবিশ্রান্ত,জানি বিলক্ষণ
অলক্ষ্যে শকুন চিল শৃগালের মনু সংহিতা
একে একে খুবলেছে নির্বিবাদে যোনি থেকে স্তন
পাকেচক্রে ভগবান ভূত পূর্ব নাটমন্দিরে
হেসেছে দ্বিগ্বজ হাসি ; গায়ে মেখে প্রতিশোধস্পৃহা
সমূলে বিঁধেছে তাঁর কোটিদেশ,ধীরে অতি ধীরে
চূড়ান্ত বাসনা,হবে আখ্যাত " আর্তের মসীহা "ll


অগত্যা তাকিয়ে থাকি,রোষানলে পুড়ছে পতিতা
কয়েদ জীবন যাকে বেমালুম করেছে খারিজ
প্রভাতী স্লোগান প্রতিরাতে হতে হতে ধর্ষিতা
অশ্বত্থতলার রাজপথে ফেলে গেছে রক্তবীজ,
একান্ত নিভৃতে রেখে বীতশ্রদ্ধ হতাশার তুষ
কাঠ-কয়লার ধুঁয়ো কুন্ডলী এখন বাতাসে
সর্বান্তকরণে তাঁর প্রতিভাষঃ " ছিলাম তো পাশে  
বিভেদ করেনি স্নেহ ভালো-মন্দ,বীর-কাপুরুষ" ll


আপাতত গনগনে আঁচে তাঁর চিতাভষ্ম ছাই
গোধুলি শ্মশাণ জুড়ে সমবেত প্রেতের মিছিল
মৃতার কবর খুঁড়ে খুঁড়ে খোঁজে শ্লীল-অশ্লীল
হাতজোড় করে বলি "আজ থাক,দোহাই দোহাই "ll