তবে শোন
সামলে রাখিস তোর আষাঢ় শ্রাবন
হয়তো বিফলে যাবে করা মাসকারা
কবেকার ফেলে আসা স্মৃতির পাহারা
পিছুটান,গাঁটছড়া খুলে গেছি প্রিয়ে
আর তো হবে না কথা ইনিয়ে বিনিয়ে
পর্নমোচীর পাতা ছেঁড়া চিড়কুট
জানিস নীরবে হয়ে গেছে দলছুট
ঋতুবদলের কালে নিয়েছে বিদায়
দ্রুতপদে নতুনের সম্ভাবনায়
তির তির বয়ে যাবে গঙ্গার জল
ভেজা পাতা যদি খোঁজে শারীর আঁচল
নিঃস্ব ঘরের বাতায়ন খুলে দিস
দখিনা বাতাস বলে যাবে ফিসফিস
এসেছে নতুন দ্বারে,ভালোবাসা নিস ll