আমার দেশ তো কাঁটাতার,মানচিত্র নয়
আমার দেশ তো বৈচিত্রের সমন্বয় l
আমার দেশ তো অদ্বিতীয় এক গোলক
মাটির তৈরী,তুমি আমি সব সমার্থক l
বোমারু বিমান,রাষ্ট্রবাদের কুচকাওয়াজ
আমার দেশ না,আমার দেশের এক আওয়াজ
পতাকা বিহীন;থাকবে না কোনো জাত-বেজাত,
আমার রাষ্ট্র ঘরে ঘরে দেবে পৌঁছে ভাত l
হাতে হাতে কাজ,প্রতি ঘরে শিক্ষার আলো
জ্বালবে সে দেশ l বলবে সবার হোক ভালো l
আমার দেশের মানব ধর্মে দীক্ষা হোক
নৈর্ব্যক্তিক l তুমি আমি সব সমার্থক l
ভালোবাসা হোক আমার দেশের রাষ্ট্রগান,
হিন্দু,বৌদ্ধ,শিখ,খ্রীষ্টান,মুসলমান
সকলের পরিচয়,তাঁরা শুধু মানুষ হোক
মাটির তৈরী,রাষ্ট্রের চোখে সমার্থক l
আগামীতে কোনো পন্থা হবে না নিরঙ্কুশ
পৃথিবীর বুকে শেষ কথা বলে যাবে মানুষ l
বন্ধু সে দেশে মুছে যাক যত একনায়ক
মিশে যাব ভিড়ে,বলে যাব আমি তোমার লোক l