সময় তখন থমকে এখানে কে কার মুছবে ক্ষত
এক আধ পশলা বৃষ্টির মতো ঝরলো বেদনাহত l
কামারশালার তাপ উত্তাপে হয়নি দিক ঠাহর
ত্রিকাল নদীর এক আজলা জল বেঁধেছিলো নীলে ঘর l
মধ্যগগনে তমসা মাটিতে বন্ধ মনের দ্বার
পেখম মেলেছে তামসী সহসা কে শিকারী কে শিকার
নিস্তরঙ্গ নিদাঘ প্রহর নেই কাকপক্ষীটি
হিসেবী সময় বিবাগী মেঘের পেলো শেষতম চিঠি l
বাইরে তখন অঝোর শ্রাবণ,ভিতরে প্রানের সাড়া
কে যেন বৃত্তে ধরা দিয়ে তবু নিয়ে গেছে ছুটকারা l
ফাগুন তো নয় আগুনে জন্ম দিয়েছে প্রসূতি ভূপ
বারুদ হতেই পারতো,হয়েছে গন্ধবিধূর ধূপ l