কিছুটা খবর ছিল,কথা ছিল,রঙ ছিল,আর ছিল খাদ্য-খাদক
বাজার গরম ছিল,ভীষন চাহিদা ছিল,প্রয়োজন ছিল কিছু শোক,
উদগ্রীব ছিল বহু কুশীলব,অলক্ষ্যে পুঁজি ছিল সঞ্চালনায়,
কিছুটা খবর আর সজাগ নজর ছিল হালফিল বাজার কী খায় ll
বৈঠকী মৌতাতে,মজলিশি জলসায় বাদী-বিবাদীর সমাবেশ
ধন্য ধন্য হল,মরেও পন্য হল দলে দলে ইতর বিশেষ ll
বেশী জয়গান ছিল,অপ্রতুল ত্রান ছিল,সাবধানী মৃদু উদ্যোগ,
ত্যাগের মহিমা আর গুনকীর্তন ছিল,আর পরিচিত রাজরোগ,
দান,ধ্যান,পূন্যের হিসেবী তরজা ছিল,ছিল প্রচারের জৌলুস
এত খয়রাত ছিল,মিছিমিছি ক্রোশ ক্রোশ পথ হেঁটে মরলো মানুষ !
জবর খবর ছিল,আকালের রাজপথে ক্রুশেডবিদ্ধ বহু যীশু
উদয়াস্তের ঘাম আর তাঁর পরিনাম,আজকের খবরের ইস্যু ll