ভারত তোমার উদার উত্তরীয়
স্নেহ মমতায় বহুত্ববাদ ঢাকে,
নেপথ্য বলে, একলা থাকাই শ্রেয়
খণ্ডিত করে অখণ্ড চেতনাকে l
চির বিশ্বাসে বাহুডোরে বেঁধে রাখো
একাঙ্গী কাশ্মীর কন্যাকুমারী,
দুর্গত বুকে বেড়ে চলে লাখো লাখো
হতদরিদ্র কালো পিঁপড়ের সারি l


ভারত তোমার মুক্তির সংগ্রামে
ঘাম আর রক্ত মিলিত সাধ্যমতো,
ঐক্যবদ্ধ মুক্তির পরিনামে
শূন্যতা শুধু হয়েছে হস্তগত l


অযোধ্যা-দেশ ! ভরত বার্তা আনে
সংযমী বৈরাগ্যের সন্ধান,
ভোগোন্মত্ত প্রবল ঝড় তুফানে
বৃথা গেল ফিরে আর্তের ভগবান l


ভারত আজো তো চেতনার স্তরে স্তরে
নীতিবিরুদ্ধ আদর্শ বিচ্যুতি,
বুঝি তাই চলে গরীবের কুঁড়েঘরে
জেগে ওঠবার চূড়ান্ত প্রস্তুতি ll