ওখানে এখন শীতল বাতাসে ঝোড়ো খতিয়ান
খাঁ খাঁ পথঘাট জনপদ জনশূন্য বিরান
ওখানে মড়ক,এখানেও চোখে মুখে উদ্বেগ
চাপা আতঙ্কে এখানে আকাশে সিঁদুরের মেঘ
ঘাতক মরন ওখানে পাঞ্জা লড়ছে উহান ll


ওখানে এখন অবাধ মৃত্যু কবলিত দ্বার
হয়তো বন্ধ দোকান বাজার অমিল খাবার
এখানে নিথর পলাশ,ডাকেনি কোকিল কুহু
গগনবিদারী ক্রন্দনরোল মূহুর্মূহু
সমব্যাথী চেতনাকে হাক দেয় ঘুরে দাড়াবার,
শুধু আফসোস যাঁরা গেল ফিরে আসবে না আর ll