ক্ষীর না হোক,গুড় ছড়িয়ে যাবে প্রত্যেক কোনে কোনে
নিশ্ছিদ্র নিরাপত্তায় l


ক্ষেতের জোয়াল টেনে যে স্বপ্ন বিভোর
ঘোর কাটতেই নজরে এলো
হপ্তা দুয়েক বাসন কোসনে হরতাল
নাহ্ ,হন্যে হয়ে চষেও জুটলো না খাদ্যের সন্ধান l
বন-বাঁদার ভেঙ্গে,মাঠ ঘাট হাট এক করেও
মিললো না হদিস l


ক্রমশ সন্মানের সঙ্গে আপোস করলো,নেমে এলো কলতলার কলহে
এবং...
দেখলো সেখানেও হাজির তারই মতো বহু স্বপ্ন বিভোর,পেটের টানে খিদের বাজারে l


এরপর...
এক স্বচ্ছ কাঁচের দেয়াল
এপারে খিদে একদৃষ্টে চেয়ে আছে ওপারের খাদ্যের দিকে
খাদ্য আছে কিন্তু মূল্য ক্রয় ক্ষমতার বাইরে l


কথা ছিলো,ক্ষীর না হোক গুড় ছড়িয়ে যাবে প্রত্যেক কোনে কোনে
নিশ্ছিদ্র নিরাপত্তায় l
আসলে স্বপ্ন বিভোর সেই কামধেনু
যাকে রোজ দোঁয়া হয়েছে যৎসামান্য খাবারের স্বপ্নে
জোয়াল টানিয়ে শস্যক্ষেত্রে ফলানো হয়েছে কার্তুজ,
তারপর সুনিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে বারে বারে ফিরিয়ে দেওয়া হয়েছে...


খাদ্য নয়,খিদেকে
সে খিদের পাহাড় ঠেলে মাথা তোলবার আগেই l