(ক)


তুমি মরনপন লড়াইয়ের কথা বলছো
কিন্তু আমার হাতে তো পন করার মতো তেমন কিছুই ছিল না...
একমাত্র জীবন ছাড়া l


(খ)


আমি সুদীর্ঘ জীবন প্রত্যাশী নই
প্রত্যাশী এক ছোট্ট মূহুর্তের
যা এক লহমায় জীবনের মোড় ঘুরিয়ে দেবে l


(গ)


এখানে ভগবান বা শয়তান বলে কিছু নেই
আছে একমাত্র বিচারধারা
যা তোমার থেকে আমাকে আলাদা করে দেয় l


(ঘ)


প্রশ্নের অনিবার্য পরিনতি সদুত্তর
কার্যের কারণ,
যেখানে তা নেই,বুঝতে হবে যুক্তির কষ্ঠিপাথরে সে মতবাদ দেউলিয়া হয়ে গেছে l


(ঙ)


আধুনিক অবিক্রিত পন্যের চাহিদা বাড়ানোর বিজ্ঞাপনে
সর্বাধিক ব্যবহৃত শব্দ "ষ্টক সীমিত" l


(চ)


আগে পৃথিবী মিথ্যাচারে ভীত ছিল
আমার অক্ষমতা হয়তো তোমাকে এমন পৃথিবীর মুখোমুখি দাঁড় করাতে পারে যেখানে লোকে সত্যি সত্যি সত্যি বলতে ভয় পাবে l
তেমনটা হলে ক্ষমাপ্রার্থী নই
আর যাই করো,ক্ষমা কোরোনা ll


(ছ)


মাটির সহ্যশক্তি ঋণ নেব
মাথা তুলে দাঁড়াব আকাশের দিকে
আকাশে কাঁটাতার ছিল না কখনো
পারলে মানচিত্রের কাঁটাতার সরিয়ে দেখো
একঘর লোক কিভাবে একপৃথিবী মানুষকে শাসন করেছে আবহমান কাল থেকে ll