কালেজষ্ট্রীটের সন্নিকটস্থ আবক্ষ মূর্তির মস্তকে রাজনীতির কাঠালখানি যেদিন ভাঙ্গিল,
মূর্তির মালিকের আফসোসের সীমা রহিল না l
ভাবিয়া দেখুন,
বর্নপরিচয়ের পথ পাড়ি দিয়া সমুদয় বঙ্গ বীর
সিংহের ন্যায় ক্ষেপিয়াছে "বিদ্দেসাগরের অপমান আমাদের অপমান,উনি আমাদের ভগবানতুল্য"...
এ ফ্যান ফলোইং চর্মচক্ষে দেখিবার সাধ কার না জাগে l
অবিশ্যি মূর্তির মালিক অবগত,ইহাদিগের ভিতরই কেহ কাঠালখানি ভাঙ্গিয়াছে,কেহ তাহার ফসল কাটিবে l


আক্ষেপ রহিল অন্যত্র l


বিধবা বিবাহ আন্দোলনের সময় এই বীর সিংহ বাহিনী তাঁহার শুধু যে বিরোধিতা করিয়াছে তাহাই নহে,রীতিমতো প্রান সংশয় করিয়া তুলিয়াছিল l বিধবা বিবাহের গনস্বাক্ষর সংগ্রহে তাঁহাকে সমর্থন করিয়াছিলেন নয়শত সাতাশি জন,আর প্রতিবাদে গনস্বাক্ষর পড়িয়াছে ছত্রিশ হাজার সাত শত তেষট্টি l
আজ যাহারা পূজা করিতেছে,সেই দিন ইহাদিগের পূর্বপুরুষেরাই অগ্রাহ্য করিয়াছিলেন l
ইহারা সেই দিনও অন্ধ ছিল,আজও অন্ধই রহিয়া গিয়াছে l