দোহারা গড়ন;ঠিকানা না জানা কে যেন এক আটপৌরে
উড়ে এসে জুড়ে সটান সামিল ভূগোলের নয়া দৌড়ে,
ফলকে খোদাই সূর্যতোরন;না মেনে নিষেধ মানা
অবলীলাক্রমে মেলে দিলো তার স্বাধীন ইচ্ছে ডানা l
সোনার চামচ,বিশাল প্রাকার,ঠিকানা অথচ দায়রা
সে যে পলাতক চির পলাতক স্বাধীন ডানার পায়রা
নয়া দৌড় নয়া ভূগোলর যার ঠিকানা ছিলো না জানা
প্রাসাদে কুটিরে পেশ করে গেছে জীবনের নজরানা l


স্থল জল নয়া পতাকা ভূভাগে ভাগ হওয়া জনপ্রানী
আলাদা তো নয় l দিবস রাতের সব প্রান, সব প্রানই ll