ঠিক একদিন পরে উৎসব
                  শেষ রাতে কষতে দাবার ছক
        থেমে গেলে নিশীথের কলরব
                  শুরু হলো গোপনে সে বৈঠক,
         চিন্তিত সমবেত সকলে
                       মুখে একরাশ অস্বস্তি,
         বোঝা ভার,হাওয়া কার দখলে
                       কোনদিকে ঘুমন্ত বস্তি l
         চুলচেরা, প্রায় শেষ স্ক্রুটিনি,
                     ইশারা সমূহ মুখ পোড়বার,
         পেরোতে এবার বৈতরণী
                     অবিশ্বাস্য কিছু দরকার l
         দিন গেছে ভাগের বাঁটোয়ারায়
                     সমস্যাগুলো রেখে জিইয়ে,
         দিন গেছে কৌশুলী কায়দায়,
                      রাম আর রহিমকে লড়িয়ে l
         ফেলে আসা দিন যেন কথা কয়
                 আকাশে বাতাসে বাজে তার রেশ,
          চুপিসারে কেটে যায় সুসময়
                  বলে যায় দাপটের দিন শেষ l
            সক্কলে যখন বিমর্ষ
                   সব শুনে নেতা ভুরু কুঁচকে,
          হালকা দিলেন স্নেহস্পর্শ
                   ফিচেল একটু হেসে মুচকে l
          বললেন,"নাকটা ঘুরিয়ে ধর্
                   সব কালি মুছে দেবে হাতযশ,
          চটপট শুভ কাজে লেগে পড়্
                   ভুলিসনে,পৃথিবীটা কার বশ !"