আজ বসন্তে,উথালপাথাল হাওয়া
       মাতাল হৃদয়ে ফাগুন আগুনবন্দী
গেছে বসন্ত,আবীরে আবীরে পাওয়া
        চিড় খাওয়া ভীরু ভীরু আপোষের সন্ধি,
আজ দুর্যোগে একত্রীভূত সত্তা
        বিশাল মানবশৃঙ্খল,মেলে হাতে হাত
কাল অসূয়ায় মগ্ন অন্তরাত্মা
        ভাতের প্রশ্নে শুধাবে "কী তোর বল জাত"!
মূর্তির দেশ পাষাণ অহল্যা গো
        শিথিল নাড়ির গাঁটছড়া,খোলে গ্রন্থি
নবউদ্যমে জাগো এইবার জাগো
        সমীপ চিন্তাধারায় কিংবদন্তী,
এই বসন্তে প্রবাহের গতি উষ্ণ
        মুকুলিত হোক দৃঢ় চেতনার উন্মেষ
আজ ফাগুনের দৃপ্ত কন্ঠে প্রশ্ন
    "কে বড়,ব্যক্তি? দল?? নাকি তারচেয়ে দেশ ???"