হঠাৎ উঠলো হাওয়া "বিপন্ন ইসলাম"
ওপারের তরতাজা জোশ বলে "চল্লাম
এপারে মরছে ভাই
তারই বদলা চাই
শরিয়ত মোতাবেক জবাবি এ সংগ্রাম l"


কথামতো অভিযান,লাগাতার বেনজির
রাতের কালিমা লেপে হিংসার তদ্বির
অলক্ষ্যে কেটে সিঁধ
স্বঘোষিত মুজাহিদ
আস্তানা গেড়ে হাঁকে " আমাদের কাশ্মীর l"


ঘরে ঘরে ফরমান,জড়ো হয় সকলে
রাতারাতি গোটা গ্রাম ক্রান্তির দখলে
কিছু দোদুল্যমান
ছুঁড়লো প্রশ্নবাণ
"আমরা কী পাব এই জেহাদের বদলে !"


ঘটল ধৈর্যচ্যুতিঃ"ওকে ধরে আন্ তো
ও ব্যাটার মুখে কাফেরের চক্রান্ত
আমাদের অভিমত
কোরানের ইবাদত
বিরুদ্ধস্বর পুঁতে দেব জলজ্যান্ত l"


"ভাই সব স্বজাতির এক ভাষা এক সুখ
দেউলিয়া যারা বলে,তারা অতি নিন্দুক
আমাদের ইতিহাস
করেছি নিবিড় চাষ
দুবেলা চাট্টি পাবে গুলি বোমা বন্দুক l"


এভাবে গ্রাম কে গ্রাম রুজু হয় হুলিয়া
সন্ত্রাসে কেঁপে ওঠে গোটা দেশ দুনিয়া
খোঁজে পথ,সমাধান
মুসল্লম ইমান
আল্লা নীরব,চলে মোল্লার কাজিয়া ll