তুমি শব্দ সমুদ্দুরে
        ডুব দিয়ে ভিজে পুড়ে
        ভাবের মলাট মুড়ে,পেলে ফুরসৎ,
        তুমি বোলো সে না বলা কথা
        কত চোট,কত ব্যথা
        খেলে ভাঙে নীরবতা,পরিযায়ী পথ l
        
        তুমি বুঝে নিও অনুভবে
        কত সুখ পেলে তবে
        দু চোখের নীলনভে রক্তকরবী ফোটে,
        কতটা তিমির এলে
        নিজেকে জ্বালিয়ে ফেলে
        দিগন্তে ডানা মেলে নতুন সূর্য ওঠে l


        আজ দূরভাষে বানভাসি
        এত ভালোবাসা-বাসি
        তবু কেন পাশাপাশি বেঁচে মরা তিলে তিলে,
        এখনো আনাচে কানাচে
        যেটুকু স্বপ্ন আছে
        ঝরে যায় মাঝে মাঝে কঠিন অন্ত্যমিলে l


        আমি নিখোঁজের ভিড়ে খুঁজি
        শূন্যতা করে পুঁজি
        হা-মুখের রুটি-রুজি,বেলা অবেলায়
        তুমি ছুঁয়ো সে বসুন্ধরা
        মানুষের ওঠা-পড়া
        কখনো মনের কড়া যদি নেড়ে যায় l


        পাই পদে পদে বালিয়াড়ি
        ক্ষতি নেই জিতি-হারি
        জীবনকে দিতে পারি প্রীতি উপহার,
        তুমি এ পথ পরিক্রমা
        সেরে কোরো তর্জমা
        প্রদীপের নীচে জমা কতটা আঁধার l