সেদিন সবাই তাকিয়ে ছিলো পাথর চোখে
আদ্যশ্রাদ্ধে চকমকি আর ঘৃণার চুলো
আজকে পাথর,পাথর পূজো করছে লোকে
পাথর ফেটে ঝর্ণাসিক্ত পথের ধুলো l


স্রোতের পাথর স্রোতের দিকেই ঢলতে পারে
পাথর কেটে পথ করে নেয় আর ক'জনা,
সেদিন পাথর হজম করেই কি নিঃসাড়ে
নীলকন্ঠের মতন এখন মুক্তমনা l