হঠাৎ একটা কালবৈশাখী ঝড়ে
তছনছ হল পরিবেশ
ভুপতিত কিছু গাছ
একসময় ঝড় প্রতিহত হল বনজ প্রাচীরে
চললো তুলনামুলক ক্ষয়ক্ষতির বিচার
গভীর আশঙ্কা থেকে আমি প্রকাশ করলাম ছন্দপতনের উদ্বেগ
তুমি মন্তব্যে বললেঃ "খুব সুন্দর গদ্যকবিতা"ll


আমি ফিরলাম অতীতের ফেলে আসা পথে
সেখানেও কালবৈশাখীর নজির
মাটিতে চুঁইয়ে নেমেছে ঝড় পরবর্তী ধোঁয়ার্ত লাভাস্রোত
মন্বন্তরের থাবা এড়িয়েও কিভাবে যেন হঠাৎ জোটা ফ্যান ভাতের কাছে পরাজিত হয়েছে জীর্ণ শীর্ণ অজস্র খড়-কুটো
আর যুদ্ধের সুযোগে কারা যেন লোহা বেঁচে লালে লাল l
তুমি দেখছো তৃতীয় বিশ্বের গরীবের নাদুস নুদুস ভুঁড়ি,
আমি জানি কত দুর্ভিক্ষের অভিশাপ সয়ে আমাদের দেহকোষে চির সঞ্চয়ী জিন ll